মহম্মদপুর (মাগুরা) : মাগুরার মহম্মদপুরে শিক্ষক বধূকে নির্যাতনের ঘটনায় দায়েরকৃত মামলায় শিক্ষক স্বামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। স্ত্রীর দায়েরকৃত মামলার আসামী ও নির্যাতনকারী স্বামী আব্দুল ওয়াদুদ মোল্যাকে গত শনিবার দুপুরে পুলিশ গ্রেফতার করে। রোববার সকালে তাকে মাগুরা আদালতে প্রেরণ করা হয়েছে।
সুত্র জানায়, উপজেলার নহাটা ইউনিয়নের দরিসালধা গ্রামের হাকিম মোল্যার ছেলে আব্দুল ওয়াদুদ মোল্যার সাথে মাস ছয়েক আগে একই উপজেলার রোনগর গ্রামের ওহিদুর রহমানের মেয়ে কামরুন্নাহারের বিয়ে হয়। আব্দুল ওয়াদুদ সালধা সরকারি ও কামরুন্নাহার দেউলি রেজিস্টার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। বিয়ের পর থেকে কারণে অকারণে শিক্ষক স্বামী আব্দুল ওয়াদুদ তার শিক্ষক স্ত্রী কামরুন্নাহারের উপর অত্যাচার-নির্যাতন চালিয়ে আসছিলো।
গত মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) আব্দুল ওয়াদুদ মোল্যা গভীর রাতে বাড়িতে আসার কারণ জানতে চাইলে স্ত্রী কামরুন্নাহারের উপর নির্যাতন শুরু করে। ঘরের দরজা আটকে তাকে বেদম মারপিট করা হয়। এক পর্যায়ে আব্দুল ওয়াদুদ বলে- তোকে খুন করে এমন জায়গায় গুম করে ফেলবো; তোর বাবা-মা খুঁজেও পাবে না।
এরই এক পর্যায়ে আব্দুল ওয়াদুদ ঘুমিয়ে পড়লে প্রাণ রক্ষার্থে ওই বাড়ি থেকে পালিয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেয় সে। বুধবার সকালে স্থানীয় নহাটা বাজারের এক ডাক্তারের কাছে প্রাথমিক চিকিৎসা নেয়ার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় তাকে। নির্যাতিত শিক্ষক কামরুন্নাহার বাদি হয়ে স্বামী আব্দুল ওয়াদুদ মোল্যাকে আসামী করে মহম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং- ২১।
উপজেলা শিক্ষা অফিসার মোস্তাক আহম্মেদ বলেন, অভিযুক্ত ও গ্রেফতারকৃত ওই শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার সত্যতা স্বীকার করে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, স্ত্রী দায়ের করা মামলার অভিযুক্ত শিক্ষক স্বামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।---ডিনিউজ
খবর বিভাগঃ
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়