ঢাকা : রাজধানীর নীলক্ষেত ও এলিফ্যান্ট রোডে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ করেছে ছাত্রশিবিরকর্মীরা। এ এলাকায় জামায়াত-শিবিরের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে ২ পুলিশসহ অন্তত ১৪ জন আহত হয়েছে। এ সময় জামায়াত-শিবিরের ৩ নেতা-কর্মী আটক করেছে পুলিশ।
সোমবার দুপুর ২ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জামায়াত-শিবির মিছিল বের করলে পুলিশ বাঁধা দিলে এসময় ২৫-৩০টি ককটেল বিস্ফোরণ ঘটায় শিবিরকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, নীলক্ষেতে জামায়াত-শিবির মিছিল বের করলে পুলিশ তাদের বাঁধা দেয়। এ সময় জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। এতে পুলিশসহ প্রায় ১০ জন আহত হয়। ঘটনাস্থল থেকে ১০ জামায়াত-শিবির নেতা-কর্মীকে পুলিশ আটক করে।
নিউমার্কেট থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাস্থলে যাওয়ার পর জামায়াত-শিবির কর্মীরা বিভিন্ন গলিতে ঢুকে পড়ে। এসব এলাকায় চিরুনি অভিযান চালানো হয়।---ডিনিউজ
সোমবার দুপুর ২ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জামায়াত-শিবির মিছিল বের করলে পুলিশ বাঁধা দিলে এসময় ২৫-৩০টি ককটেল বিস্ফোরণ ঘটায় শিবিরকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, নীলক্ষেতে জামায়াত-শিবির মিছিল বের করলে পুলিশ তাদের বাঁধা দেয়। এ সময় জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। এতে পুলিশসহ প্রায় ১০ জন আহত হয়। ঘটনাস্থল থেকে ১০ জামায়াত-শিবির নেতা-কর্মীকে পুলিশ আটক করে।
নিউমার্কেট থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাস্থলে যাওয়ার পর জামায়াত-শিবির কর্মীরা বিভিন্ন গলিতে ঢুকে পড়ে। এসব এলাকায় চিরুনি অভিযান চালানো হয়।---ডিনিউজ
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়