শরণখোলা (বাগেরহাট): মুক্তিপণের ৫ লাখ টাকা দিয়েও বাচঁতে পারলোনা অপহৃত বাদশা মিয়া (৫২) । বনদস্যুরা তাকে বৃহস্পতিবার দুপুরে তার স্ত্রীর সামনে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের তেতুলবাড়ীয়া এলাকায় গুলি করে হত্যা করে লাশ খালে ফেলে দিয়েছে ।
অপহৃত বাদশা মিয়ার স্ত্রী শেফালী বেগম জানান, বৃহস্পতিবার দুপুরে সে নিজে এবং তার চাচা শশুর মোখলেস বনদস্যুদের দাবীকৃত মুক্তিপণের ৫ লাখ টাকা নিয়ে সুন্দরবনের তেতুলবাড়ীয়ার রায়বাঘিনী খালের মোহনায় দস্যুদের আস্তানায় গিয়ে দস্যুদের হাতে ৫ লাখ টাকা বুঝিয়ে দিয়ে তার স্বামী বাদশাকে ছেড়ে দেওয়ার অনুরোধ জানায় এ সময় দস্যুরা বাদশাকে গুলি করে খালের পানিতে ফেলে দিয়ে বনের গহীনে চলে যায় । প্রসঙ্গত, মঙ্গলবার ভোর রাতে শরণখোলা উপজেলার সেনাতলা গ্রামে অজ্ঞাত মুখোশধারী ৩ জন অপহরণকারী সিঁধ কেটে ঘরে ঢুকে অস্ত্রের মুখে সৌদি প্রবাসীর পিতা বাদশা মিয়াকে ধরে নিয়ে নৌকায় ভোলা নদী পার হয়ে সুন্দরবনে নিয়ে যায়। এ সময় দুর্বৃত্তরা শেফালী বেগমের হাতে থাকা দু’টি স্বর্ণের চুড়ি ও একটি মোবাইল সেট নিয়ে যায়। বাদশা মিয়াকে নিয়ে যাবার সময় অপহরণকারীরা বলে যায়, আমরা কালু বাহিনীর লোক, ১০ লাখ টাকা নিয়ে ৩দিনের মধ্যে ০১৭৭৫৭৪৬৩৪৪ মোবাইল নম্বরে যোগাযোগ করতে হবে। অন্যথায় তাকে হত্যা করা হবে বলে হুমকি দিয়ে যায়। নাম প্রকাশ না করার শর্তে একটি সুত্র জানায়,দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সাথে নিহত বাদশা মিয়ার জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে । খবর পেয়ে শরণখোলা থানা পুলিশ ঘটনাস্থলে গেছে বলে জানা গেছে ।---ডিনিউজ
খবর বিভাগঃ
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়