জামাল উদ্দিন:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দের মুক্তির দাবীতে এবং সকল নেতাকর্মীদের ওপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে আজ বিকেল ৩টায় কানাইঘাট বাজারে উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ বাজারে পথসভায় মিলিত হয়। মিছিল পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমির মাওঃ আব্দুল করিম, সেক্রেটারী মাওঃ কামাল উদ্দিন, জামায়াতের নায়েবে আমির মাওঃ শরিফ উদ্দিন, মাওঃ আলিম উদ্দিন, হাফিজ তাজ উদ্দিন, জামায়াত নেতা সিরাজ উদ্দিন, মাওঃ কাজী আব্দুশ শুকুর, মামুন রশিদ, মাওঃ দেলোওয়ার হোসেন, সেলিম উদ্দিন, হাফিজ আবুল খয়ের, মাওঃ জাকারিয়া, মাওঃ দেলোওয়ার, শিবির নেতা রশিদ আহমদ, হাফিজ শাকির, ইউসুফ, আবু বক্কর প্রমুখ। একই দাবীতে উপজেলার গাছবাড়ী ও বোরহান উদ্দিন বাজারে মিছিল করেছে জামায়াত শিবির নেতাকর্মীরা।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়