Monday, September 23

দেশের বিভিন্ন স্থানে জামায়াতের বিক্ষোভ; যানবাহন ভাঙচুর

ঢাকা : নেতাকর্মীদের মুক্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াত শিবির। এসময় তারা বেশকিছু যানবাহন ভাঙচুর করে। পুলিশের ওপর হামলাও চালিয়েছে ছাত্র শিবির।

সিলেটের বন্দরবাজারে ঝটিকা মিছিল থেকে শাহপরান থানার এএস আই হুমায়ুন কবিরের ওপর হামলা চালায় শিবির কর্মীরা। হামলাকারীরা তার মোটরসাইকেল ভাঙচুর এবং বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট ছিনিয়ে নেয়। এদিকে, চাঁদপুর শহরের আন্ত:জেলা বাসস্ট্যান্ডে জামায়াত শিবিরের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এসময় পুলিশ গুলি ও টিআরসেল ছোড়ে। ঘটনাস্থল থেকে পাঁচ শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। এছাড়া, রাজশাহীর গণকপাড়ায় পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল হামলা চালায় শিবির কর্মীরা। এ ঘটনায় দুই পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছে।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়