Wednesday, September 11

রাজধানীতে সেই ধর্ষিতা কিশোরী আর নেই

ঢাকা : রাজধানীর খিলগাঁও এলাকায় ধর্ষণের শিকার কহিনুর আক্তার (১৫) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সে মারা যায়।

জানা গেছে, ডিএমপি’র এক পুলিশ সদস্য খিলগাঁও নন্দীপাড়া এলাকায় ভাড়া থাকেন। সম্প্রতি গ্রাম থেকে তার ছোট বোন কহিনুর আক্তারকে তার বাসায় নিয়ে আসেন। এক পর্যায়ে ওই পুলিশ সদস্যের স্ত্রী বৃষ্টির পরকীয়ার ঘটনা দেখে ফেলে কহিনুর। এতে করে বৃষ্টি তার উপর ক্ষিপ্ত হন। সোমবার সন্ধ্যায় ওই পুলিশ সদস্য তার কর্মস্থলে যান। এ সুযোগে বৃষ্টি কহিনুরকে চেতনানাশক ট্যাবলেট খাইয়ে অজ্ঞান করেন। এরপর বৃষ্টির প্রেমিক বাসায় এসে তাকে উপর্যুপরি ধর্ষণ করেন। এতে কিশোরী কহিনুর অসুস্থ হয়ে পড়ে।

পরে মঙ্গলবার সকালে কহিনুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টেপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় কোহিনুর।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়