Saturday, September 7

উজাড় হচ্ছে গঙ্গামতি এলাকার সংরক্ষিত বনাঞ্চলের গাছ

কলাপাড়া(পটুয়াখালী): পর্যটন পল্লী গঙ্গামতি এলাকার সংরক্ষিত বনাঞ্চল এলাকায় বেড়িবাঁধের স্লোপের বিশাল আকৃতির গাছ কেটে উজাড় করা হচ্ছে। স্থানীয় প্রভাবশালীদের নেতৃত্বে এ গাছ গুলো কাটা হচ্ছে। অর্ধলাখ টাকা মূল্যের এই গাছ কাটার সঙ্গে সেখানকার বিট কর্মকর্তা প্রত্যক্ষভাবে জড়িত এমন অভিযোগ রয়েছে।  
স্থানীয় সুত্রে নিশ্চিত হওয়া গেছে, ইতোমধ্যে অন্তত ১৫ টি গাছ কেটে নেয়া হয়েছে। শনিবার সকালে ওই এলাকায় ফারুক আকন ও খোকন হাওলাদারকে গাছ কাটতে দেখা গেছে। এদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলেই এর সাথে জড়িতদের নাম বেরিয়ে আসবে বলে স্থানীয় লোকজন  মন্তব্য করেছে। একই চক্র এর আগেও বহু গাছ কেটে কালো বাজারে বিক্রি করেছে বলে অভিযোগ রয়েছে। 
এ ব্যাপারে গঙ্গামতি এলাকার বিট কর্মকর্তা রেজাউল করিম সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে গিয়ে বেশ কয়েকটি গাছ কাটার সত্যতা পাওয়া গেছে। জড়িতদের শণাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে নিজের জড়িত থাকার কথা অস্বীকার করেন।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়