Tuesday, September 3

হামলা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ চাইলো সিরিয়া


ঢাকা: সম্ভাব্য মার্কিন হামলা ঠেকাতে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেছে সিরিয়া। গত মাসে দামেস্কের সরকারি বাহিনীর বিরুদ্ধে নতুন করে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র সেখানে হামলার ঘোষণা দেয়।
 
সিরিয়ার জাতিসংঘ দূত বাশার জাফরি জাতিসংঘ প্রধান বান কি মুন এবং নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট মারিয়া ক্রিস্টিনা পার্সিভালের কাছে পাঠনো এক চিঠিতে মার্কিন হামলা বন্ধে তৎপর হওয়ার আহ্বান জানান। চিঠিতে তিনি সিরিয়ার বিরুদ্ধে যে কোন ধরনের আগ্রাসী তৎপরতা বন্ধে জাতিসংঘকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। সিরিয়া সঙ্কটের একটি রাজনৈতিক সমাধান খুঁজে বের করার জন্যও তিনি বান কি মুনের প্রতি অনুরোধ জানান।
সোমবার সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানায় এ খবর প্রকাশিত হয়।
 
আন্তর্জাতিক সমর্থন ছাড়া সেনা ব্যবহার ঠেকাতে নিরাপত্তা পরিষদকে সক্রিয় ভূমিকা পালন করারও আহ্বান জানান জাফরি।
 
প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়া হামলার জন্য এখন মার্কিন কংগ্রেসের অনুমোদনের অপেক্ষায় আছেন। আগামি নয় সেপ্টেম্বর কংগ্রেসের গ্রীষ্মকালীন অধিবেশন হামলার প্রস্তাবের ওপর ভোট হওয়ার কথা রয়েছে।
 
সম্ভাব্য মার্কিন হামলা ঠেকাতে প্রেসিডেন্ট বাশার আল আসাদ আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টা করছেন।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়