Wednesday, September 11

আ.লীগের তালগাছ কেটে ফেলতে হবে : তরিকুল

যশোর: যশোরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ষষ্ঠ কারামুক্তি দিবস উপলক্ষে বুধবার বিকেলে শহরের টাউন হল রওশন আলী মঞ্চে র‌্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগ বিচার মানবে কিন্তু তালগাছ তাদের। আওয়ামী লীগের আব্দারের তালগাছ কেটে ফেলতে হবে। তাহলেই সকল সমস্যার সমাধান হবে। বিএনপি গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে নির্দলীয় তত্ত্ববধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছে। এ দাবি মেনে নিয়ে নির্দলীয় তত্ত্ববধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখুন। 
তিনি আরও বলেন, ওয়ান ইলেভেনের নায়কদের সকল কর্মকান্ডের বৈধতা দেয়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছেন। বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া আপোষ করেননি। 
জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, জেলা বিএনপি সহসভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট ইসহক, অ্যাডভোকেট জাফর সাদিক, গোলাম রেজা দুলু, রফিকুর রহমান তোতন, আব্দুস সবুর মন্ডল, জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, নগর বিএনপি সভাপতি পৌর মেয়র মারুফুল ইসলাম, সদর উপজেলা বিএনপি সভাপতি নুরুন নবী, মণিরামপুর পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, কেশবপুর উপজেলা বিএনপি সভাপতি পৌর মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, শার্শা উপজেলা বিএনপি সভাপতি খায়রুজ্জামান মধু, অভয়নগর উপজেলা বিএনপি সভাপতি গোলাম হায়দার ডাবলু, চৌগাছা উপজেলা বিএনপি সভাপতি জহুরুল ইসলাম, বাঘারপাড়া পৌর মেয়র আব্দুল হাই মনা, ঝিকরগাছা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোর্ত্তজা এলাহী টিপু, যশোর নগর বিএনপি সাধারণ সম্পাদক মুনীর আহমেদ সিদ্দিকী বাচ্চু, সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক কাজী আজম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট আবু মুরাদ, জেলা যুবদলের সহসভাপতি বদিউজ্জামান ধোনি, জেলা যুবদলের  যুগ্ম সাধারণ সম্পাদক এম তমাল আহমেদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বাবুল প্রমুখ। সমাবেশ শেষে শহরে র‌্যালি বের হয়। র‌্যলিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মণিহার মোড়ে গিয়ে শেষ হয়।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়