Wednesday, September 18

কাদের মোল্লার রায়ে গনজাগরণ মঞ্চের বিজয় মিছিল, শুক্রবার সমাবেশ

ঢাকা : জামায়াত নেতা কাদের মোল্লার রায়ে বিজয় মিছিল করেছে গনজাগরণমঞ্চ। মঙ্গলবার বিকালে মিছিলটি শাহবাগ মোড় থেকে শুরু হয়ে কাওরানবাজার ও টিএসসি ঘুরে পুনরায় শাহবাগে শেষ হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের দেয়া এ রায়ের মাধ্যমে মানুষের প্রত্যাশা পূরণ হয়েছে বলে জানানো হয় গনজাগরণমঞ্চ থেকে। এছাড়া কাদের মোল্লার রায় দ্রুত কার্যকর করার পাশাপাশি অন্যান্য যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করারও দাবিও জানান তারা।

মিছিল শেষে জামায়াতের ডাকা হরতাল প্রত্যাখ্যান করা হবে বলেও জানায় গনজাগরণমঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। এছাড়া আগামি শুক্রবার বিকালে শাহবাগে গণজাগরণ মঞ্চে সমাবেশের ঘোষনা দিয়েছে নেতারা।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়