Saturday, September 14

রাশিয়ায় হাসপাতালে অগ্নিকাণ্ড


ঢাকা: রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় লুকা গ্রামের নোভগোরোদ এলাকায় অবস্থিত একটি মানসিক হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৭ জন নিখোঁজ রয়েছেন। দেশটির জরুরি অবস্থা বিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ওলেগ ভোরোনভ এ তথ্য দিয়েছেন। 

গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। তিনি বলছেন, নিখোঁজ ব্যক্তিরা হয়তো বেঁচে আছেন। তারা হয়তো কোথাও আশ্রয় নিয়ে থাকতে পারেন। তারা মানসিক রোগী হিসেবে ওই হাসপাতালে ভর্তি ছিলেন। কিন্তু সংবাদ সংস্থা ইতার তাস আঞ্চলিক এক কর্মকর্তার বরাত দিয়ে বলেছে, অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এদিকে আগুন লাগার ঘটনায় পুরুষ রোগীদের থাকার একটি ভবন সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

ওলেগ জানান, ওই ভবনে প্রায় ৬০ জন ছিলেন, যাদের বেশির ভাগই মানসিক রোগী।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়