শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়মপুরী রাঃ এর পূণ্য স্মৃতি বিজড়িত জামিয়া ইসলামিয়া দারুল উলূম দারুল হাদিস কানাইঘাট, সিলেট এর আগামী ২৬-২৭ ফেব্রুয়ারি ২০১৪ইং ৬০ সালা দস্তারবন্দী মহা সম্মেলন এর যাবতীয় কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে আগামী ২৯শে সেপ্টেম্বর ২০১৩ইং রবিবার দুপুর ১২টায় জামেয়ার নতুন/ পুরাতন ফারেগীন (ফাযিল/হাফিয) ফুযালাগণের সমন্বয়ে এক বিশাল ফুযালা সমাবেশ দারুল উলূম মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হবে। উক্ত সমাবেশে সকল ফুযালাগন কে উপস্থিত থাকার জন্য ফুযালা পরিষদের সভাপতি মাওঃ মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরী এবং পরিষদের সাধারণ সম্পাদক মাওঃ আলিমুদ্দীন দুর্লভপুরী আহ্বান জানিয়েছেন। (বিজ্ঞপ্তি)
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়