Monday, September 2

কাঠগড়ায় ৯২ বছর বয়স্ক নাৎসি

শেষ হলেও কিছু বিষয়ের রেশ রয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রসঙ্গেও এমনটা বলা যায়। নাৎসি বাহিনী বা বিশ্বযুদ্ধ না থাকলেও তাদের কৃতকর্ম এখনো ভুলে যাওয়ার নয়। আর সে কারণেই বেঁচে থাকা নাৎসিদের এখনও বিচারের আওতায় নিয়ে আসার জন্য লড়াই করছে ইহুদিরা।
এরই জের ধরে ৯২ বছর বয়স্ক এক নাৎসি সদস্যকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হল। নেদারল্যান্ডে জন্ম নেয়া সিরট ব্রুনস যিনি এখন জার্মান নাগরিক, সোমবার হেগেন শহরে তার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে।
তবে সিরটের শারীরিক অবস্থা পরীক্ষার পরই তাকে বিচারের মুখোমুখি করা হয়েছে। সিরটের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।
১৯৪১ সালে জার্মান নাৎসি বাহিনী নেদারল্যান্ড দখল করলে ব্রুনস এসএস-এ স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দেন। এসএস ছিল তৎকালীন নাৎসি পুলিশ বাহিনীর গোয়েন্দা শাখা।
পরবর্তীতে ১৯৮০ সাল থেকে যুদ্ধকালীন সময়ে দু’জন ডাচ ইহুদিকে হত্যার দায়ে ব্রুনস কারাগারে কাটিয়ে আসছেন। তবে সম্প্রতি ব্রুনসের বিরুদ্ধে আরেকটি অভিযোগ বলছে অ্যালডের্ট ক্লাচ ডিজকেমা নামক এক ডাচ প্রতিরোধ যোদ্ধাকে হত্যার কথা। ডিজকেমাকে ব্রুনস ১৯৪৪ সালের সেপ্টেম্বরে হত্যা করেছিলেন।
সেক্ষেত্রে বলা যায় এটা ব্রুনসের বিরুদ্ধে আনা দ্বিতি অভিযোগ। তবে ব্রুনসের আইনজীবি অবশ্য নতুন এই অভিযোগের বিষয়ে কোন মন্তব্য করেননি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়