Saturday, September 14

চিতলমারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১


বাগেরহাট: বাগেরহাটের চিতলমারী উপজেলার কালশিরা এলাকায় শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় সচিন্দ্রনাথ বিশ্বাস (৩৩) নামে এক চিংড়ি ঘের ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত সচিন্দ্রনাথ বিশ্বাস চিতলমারী উপজেলার কালশিরা গ্রামের শৈলেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানান, সকালে সচিন্দ্রনাথ বিশ্বাস ও তার প্রতিবেশী স্বাগতম মজুমদার বাড়ি থেকে মোটরসাইকেলে করে উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সচিন্দ্রনাথের মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলে থাকা স্বাগতম মজুমদার (৩৮) আহত হয়েছেন।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়