ঢাকা: সংসদের ১৯তম অধিবেশনে যোগ দিচ্ছেনা বিএনপি পর্যবেক্ষণ করবে বলেলন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। বৃহস্পতিবার সকালে রাজধানীর প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে স্বাধীনতা ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
তিনি আরো বলেন, এটাই শেষ অধিবেশন নয় সংবিধান সংশোধনের সময় আছে। নির্বাচনকালীন প্রধান উপদেষ্টা বিষয়ে মওদুদ বলেন, নির্বাচনের সময়ে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, সরকার সমাধান করবে। ড. মোহাম্মদ ইউনূসের উদ্দেশে মওদুদ বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে ড. মুহাম্মদ ইউনূসকে শুধু সন্মানই না দেশের প্রধান রাষ্ট্রদূত করে রাখতো।
সভায় একপর্যায়ে মওদুদ বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে না নিয়ে গণতান্ত্রিক পথ পরিহার করে সরকার দেশে আবার ১/১১ সৃষ্টি করতে চাচ্ছে।---ডিনিউজ
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়