Saturday, September 28

চুনারুঘাট থেকে অপহৃত স্কুল ছাত্র কানাইঘাটে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
হবিগঞ্জের চুনারুঘাট থেকে অপহৃত স্কুল ছাত্র দীপ্ত কানাইঘাটে উদ্ধার। হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার এক স্কুল ছাত্রকে গত বৃহস্পতিবার অপহরণের পর আজ শুক্রবার কানাইঘাট চতুল বাজার থেকে উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা-বাগানের কর্মকর্তা স্থানীয় শাসন গ্রামের সিবেন্দ চক্রবর্তীর পুত্র চুনারুঘাট দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র দীপ্ত চক্রবর্তী (১৫) সে গত বৃহস্পতিবার স্কুল থেকে ফেরে বিকাল ২টায় চন্ডিছড়া মাজারে যাবার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। দীপ্ত জানায়, একা একটি সিএনজিতে উঠলে পথে যাত্রীবেশী দু’জন অজ্ঞাতনামা লোক সিএনজিতে উঠে এবং এক পর্যায়ে কৌশলে তাকে নেশা জাতীয় কিছু খাইয়ে অজ্ঞান করে হানিফ পরিবহনে তুলে ঢাকায় নিয়ে যায়। সেখান থেকে পুনরায় আজ শুক্রবার ভোরের দিকে একই পরিবহনে তাকে অজ্ঞাতনামারা সিলেট কদমতলী বাসস্ট্যান্ডে ফেলে রেখে যায়। পরে তাকে এলোমেলো ভাবে ঘুরতে দেখে কানাইঘাটের দুই যুবক হোটেলে চাকুরী দেওয়ার নাম করে কানাইঘাটের চতুল বাজারে আজ বিকাল ২টার দিকে নিয়ে আসে। এক পর্যায়ে দ্বীপ্ত মোবাইল ফোনে তার বাবা সিবেন্দ চক্রবর্তীকে তার অবস্থানের বিষয়টি অবহিত করে। বিষয়টি তাৎক্ষণিক দীপ্তের আত্মীয়-স্বজনরা কানাইঘাট থানা পুলিশকে জানালে থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরী বিকাল ৫টায় চতুল বাজারে এক অভিযান চালিয়ে একটি রেস্টুরেন্ট থেকে স্কুল ছাত্র দ্বীপ্তকে উদ্ধার করেন। ওসি জানান, দ্বীপ্তকে অপহরণ করা হয়েছে কিনা অথবা কেউ তাকে ফুঁসলিয়ে এমন ঘটনা ঘটিয়েছে কিনা তা তদন্তকরে দেখা হচ্ছে। দীপ্তকে তার আত্মীয়-স্বজনের জিম্মায় দেওয়া হবে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত দীপ্তের আত্মীয়-স্বজন কানাইঘাট অবস্থান করছিলেন। 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়