Sunday, September 8

মস্কোয় শেষ হচ্ছে সামরিক সঙ্গীত উৎসব

ঢাকা : মস্কো আজ রোববার শেষ হচ্ছে জমকালো আন্তর্জাতিক সামরিক সঙ্গীত উৎসব।

গত ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ‘স্পাস্কায়া টাওয়ার’ নামে এ উৎসবে বিশ্বের ১৩টি দেশ অংশ নেয়। প্রতিবছরের ন্যায় এবারও সমাপনী দিনে গান পরিবেশন করবেন বিখ্যাত ফরাসী সঙ্গীত শিল্পী মিরেই মাতে।

আয়োজকরা জানান, শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ৬০ হাজার দর্শক উৎসবে যোগ দিয়েছে। দর্শক সারীতে ৭ হাজার আসন বরাদ্ধ দেয়া হয় বীরযোদ্ধাদের জন্য।

উৎসবে টিকিট বিক্রি থেকে পাওয়া অর্থের একাংশ দূরপ্রাচ্যে বন্যাদূর্গতদের দেয়া হবে।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়