Tuesday, September 24

নিউ ইয়র্ক পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি


ঢাকা: ইসলামি ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৮তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক পৌঁছেছেন। তাকে বহনকারী ইরান এয়ারের একটি বিশেষ বিমান সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

 আজ (মঙ্গলবার) তিনি সাধারণ পরিষদের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন এবং আজই সেখানে তার ভাষণ দেয়ার কথা রয়েছে।

 এ ছাড়া, এ অধিবেশনের অবকাশে বৃহস্পতিবার সকালে পরমাণু নিরস্ত্রিকরণ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনেও ভাষণ দেবেন ড. রুহানি। শুক্রবার জোট নিরপেক্ষ আন্দোলনের সভাপতি হিসেবে ন্যামভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তার ভাষণ দেয়ার কথা রয়েছে।

 সেইসঙ্গে ফ্রান্স ও অস্ট্রিয়ার রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও সাক্ষাত করবেন ইরানের প্রেসিডেন্ট। বেশ কয়েকটি ইউরোপীয় ও অইউরোপীয় দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা রয়েছে ড. রুহানির সফরসূচিতে। তিনি আমেরিকা প্রবাসী ইরানিদের সম্মেলনে ভাষণ দেবেন এবং আমেরিকার চিন্তাবিদ ও বুদ্ধিজীবীরাও তার সম্মানে একটি নৈশভোজের আয়োজন করেছে। বিবিসি, সিএনএন ও এনবিসি’সহ কয়েকটি শীর্ষস্থানীয় নিউজ চ্যানেল ইরানের প্রেসিডেন্টের বিশেষ সাক্ষাতকার নেয়ারও চেষ্টা করছে।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়