Wednesday, September 25

নভেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো ঘোষণা: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা : স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের জন্য নতুন বেতন কাঠামো নভেম্বরের মধ্যে ঘোষণা করা হবে।

বুধবার সচিবালয়ে আসন্ন ঈদুল আজহা ও দূর্গা পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সম্পর্কিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অবশ্য বুধবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন পোশাক শিল্পে অস্থিরতা নেই, কিন্তু বিকালে পোষাক শিল্পের উন্নয়ের মালিক ও শ্রমিকদে নিয়ে দ্রুত জরুরি বৈঠকে বসেন তিনি।

বৈঠকে মন্ত্রী বলেন, আজকের এ জরুরি বৈঠকে মালিক ও শ্রমিকদের নেতারা আমাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন। সবকিছু পর্যালোচনা করে আমরা তিনটি সিদ্ধান্তে উপনীত হয়েছি। 

এরমধ্যে প্রথমত তৈরি পোশাক শিল্প জাতীয় সম্পদ এটি লাভবান হলে জাতি লাভবান হবে। তাই এর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র বলে বিবেচিত হবে।

দ্বিতীয়ত এ শিল্পের শ্রমিকদের মজুরি নির্ধারণে একটি বোর্ড রয়েছে। তারা আগামী নভেম্বরে রোয়েদাদ ঘোষণা করবে তাই এর আগে কোনো প্রকার আন্দোলন, বিক্ষোভ বা প্রতিবাদ হলে তা জাতীয় স্বার্থের বিরুদ্ধে বলে বিবেচিত হবে।

তিনি বলেন, দেশের মানুষ যাতে শান্তিতে ঈদুল আজহা ও দূর্গা পূজা পালন করতে পারেন তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে। ঈদকে সামনে রেখে যাতে কোরবানির পশুর চামড়া পাচার না হয়, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়