Wednesday, September 4

সিরিয়ায় হামলা বিশ্বের নিরাপত্তাকে বিপদাপন্ন করে তুলবে: ইরান

ঢাকা: ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ আবারো সতর্ক করে দিয়ে বলেছেন, সিরিয়ার ওপর সম্ভাব্য মার্কিন হামলা মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বের নিরাপত্তাকে বিপদাপন্ন করে তুলতে পারে।

মঙ্গলবার আয়ারল্যান্ড, নেদারল্যান্ড ও ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলাদা আলাদা টেলিফোন সংলাপে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি আন্তর্জাতিক সমাজকে যুদ্ধের পরিবর্তে সিরিয়া সংকটের রাজনৈতিক সমাধানের আহ্বান জানান।

 ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বলপ্রয়োগ সব ধরনের আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এ ছাড়া, বিশ্বের যে দেশে যে পক্ষই রাসায়নিক অস্ত্র ব্যবহার করুক না কেন তা ইরানের দৃষ্টিতে নিন্দনীয় বলে তিনি উল্লেখ করেন।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়