ঢাকা: নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরোয়া সিরিজের ভেন্যু চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।দ্বিপক্ষীয় সিরিজে সচরাচর দুটি ভেন্যু ব্যবহার করা হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবার চারটি স্টেডিয়ামে ম্যাচগুলো হবে। স্টেডিয়ামে বিসিবির অ্যাডহক কমিটির সদস্য আহমেদুল সাজ্জাদুল আলম ববি জানান, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেট বিভাগীয় স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। অক্টোবরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফর করবে নিউজিল্যান্ড। গত মাসের শেষ সপ্তাহে নিউ জিল্যান্ডের একটি পরিদর্শক দল ভেন্যুগুলো সফরও করে গেছে। টেস্ট ম্যাচ দু'টির ভেন্যু জহুর আহমেদ চৌধুরী ও শেরেবাংলা স্টেডিয়াম। ফতুল্লা ও সিলেটে কোন ম্যাচগুলো হবে তা এখনো ঠিক করেনি বিসিবি।
সিলেট বিভাগীয় স্টেডিয়ামে এর আগে কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি। নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচের মাধ্যমেই আন্তর্জাতিক অভিষেক হবে মাঠটির। টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যুর তালিকায়ও রয়েছে এই মাঠগুলো। আইসিসির বেশ ক’টি পরিদর্শক দল স্টেডিয়ামগুলো ঘুরে গেলেও আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করে মাঠগুলোর অবস্থা সম্পর্কে জানতে চাচ্ছে বিসিবি।
সিলেট বিভাগীয় স্টেডিয়ামে এর আগে কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি। নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচের মাধ্যমেই আন্তর্জাতিক অভিষেক হবে মাঠটির। টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যুর তালিকায়ও রয়েছে এই মাঠগুলো। আইসিসির বেশ ক’টি পরিদর্শক দল স্টেডিয়ামগুলো ঘুরে গেলেও আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করে মাঠগুলোর অবস্থা সম্পর্কে জানতে চাচ্ছে বিসিবি।
ডিনিউজবিডি/সোহেল
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়