Friday, September 6

হজ ক্যাম্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শুক্রবার সকাল ১০টায় হজ ক্যাম্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, হজ ফ্লাইট শুরু হবে আগামীকাল শনিবার। প্রথম দিন হজ পালনে জেদ্দার উদ্দেশ্যে যাবেন প্রায় দেড় হাজার হজ যাত্রী। 
হজ ক্যাম্প উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, "বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। শান্তির দেশ। একটি গোষ্টি ধর্মের নামে জঙ্গিবাদ সৃষ্টির চেষ্টা করছে। এদের অপতৎপরতা প্রতিরোধ করতে হবে।"
তিনি আরো বলেন, "ইসলামের প্রচার ও প্রসারে প্রত্যেক উপজেলায় একটি করে উন্নত মসজিদ করে দেয়া হবে।"
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সংস্কারে সৌদি আরব সরকারের সহায়তার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, "সৌদি সহযোগিতা পেলে প্রত্যেক উপজেলায় উন্নত মসজিদ নির্মাণের কাজটি অনেক সহজ হয়ে যাবে।"  
এ বিষয়ে অনুষ্ঠানে উপস্থিত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ আল বুশাইরির দৃষ্টি আকর্ষণ করেন প্রধানমন্ত্রী।
এছাড়া বর্তমান সরকারের নেয়া বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথাও অনুষ্ঠানে তুলে ধরেন প্রধানমন্ত্রী।
এবার হজ যাত্রী হচ্ছে ৮৯ হাজার ১৭৫ জন। হজ ফ্লাইটের উদ্বোধনী দিনে তিনটি ফ্লাইটে এক হাজার ৫৩৫ হজযাত্রী সৌদি আরবের জেদ্দায় যাবেন। উদ্বোধনী ফ্লাইট ৫৮০ জন হজযাত্রী নিয়ে ছেড়ে যাবে দুপুর পৌনে ২টায়। সমান সংখ্যক হজ যাত্রী নিয়ে দ্বিতীয় ফ্লাইটটি ছেড়ে যাবে বিকেল পৌনে ৪টায়।
এছাড়া প্রথম দিনের সর্বশেষ ফ্লাইটটি ৩৭৫ হজ যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে সন্ধ্যা পৌনে ৭টায়। অন্যান্য বারের মত এবারো হজযাত্রীদের নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। এজন্য হজ ক্যাম্পের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে বলে জানান হজ ক্যাম্পের পরিচালক বজলুল হক বিশ্বাস।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিমান মন্ত্রী ফারুক খান, টেলিযোগাযোগ মন্ত্রী সাহারা খাতুন, ধর্ম প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেণ।---পরিবর্তন

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়