Thursday, September 12

‘গর্ভবতী’র পেটে দুই কেজি কোকেন!

ঢাকা : ভুয়া গর্ভবতী এক কানাডিয়ান নারীকে ল্যাটিন আমেরিকার দেশ কলম্বিয়ার একটি বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে যখন গ্রেপ্তার করা হয় তখন তিনি বিমানে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন।

পরে দেখা যায়, তিনি আসলে গর্ভবর্তী নয়। নকল গর্ভ বানিয়ে তার ভেতের তিনি লুকিয়ে রেখেছেন দুই কেজি কোকেন।

বিবিসি জানায়, কলম্বিয়ায় ঘুরতে যাওয়া ওই নারীকে বিমানবন্দরে দায়িত্বরত একজন নারী পুলিশ জিজ্ঞাসা করেন যে, তিনি কতদিন ধরে গর্ভবতী।

এতে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। তবে জবাব দেন যে, সাত মাসের গর্ভবতী। এর ফলে সন্দেহ সৃষ্টি হয় পুলিশের।

এরপর তল্লাশি শুরু করলে দেখা যায় তার পেটটি বেশ শক্ত এবং খুবই ঠাণ্ডা। সন্দেহ আরো গাঢ় হয়। পরে দেখা যায় পেটটি নকল এবং এর ভেতরে লুকিয়ে রাখা হয়েছে দুই কেজি কোকেন। এই কোকেনের বাজারমূল্য প্রায় পৌনে ৫ কোটি টাকা।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হবে, যাতে তার ৫ থেকে ৮ বছর পর্যন্ত সাজা হতে পারে।

কলম্বিয়ার বোগোটা বিমানবন্দর থেকে চলতি বছর এ পর্যন্ত প্রায় ১৫০ জনকে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। এদের এক তৃতীয়াংশই বিদেশি।

সরকার জানিয়েছে, কলম্বিয়ায় বর্তমানে ৮৭৪ জন বিদেশি জেল খাটছেন যাদের বেশিরভাগই মাদকদ্রব্য মামলায় অভিযুক্ত।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়