নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট লোভাছড়া চা-বাগানের এক মহিলা চা শ্রমিকের সাথে বাগানের ম্যানেজার রফিকুল ইসলামের অশোভ আচরণের ঘটনায় আজ বুধবার বাগানের চা-শ্রমিকরা উত্তেজিত হয়ে ম্যানেজার রফিকুল ইসলাম ও আব্দুর রাজ্জাককে মারধর করে আহত করে। চা-শ্রমিকদের হামলায় গুরুতর আহত বাগানের প্রধান ম্যানেজার রফিকুল ইসলাম (৪৬) কে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং আব্দুর রাজ্জাককে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। জানা যায়, গত সোমবার ম্যানেজার রফিকুল ইসলাম বাগানের পুষ্প (৩০) নামে এক মহিলা চা শ্রমিকের সাথে অশালীন আচরণ করেন। এ ঘটনায় চা শ্রমিকরা কোন বিচার না পেয়ে তাদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছিল। এর জের ধরে গত মঙ্গলবার পুনরায় বাগান ম্যানেজার রফিকুল ইসলাম চা-শ্রমিক পুষ্পকে আবারও লাঞ্চিত করেন। এতে সমস্ত শ্রমিকেরা ক্ষুদ্ধ হয়ে মঙ্গলবার দুপুর ১২টায় রফিকুল ইসলাম ও তার সহকর্মী আব্দুর রাজ্জাকের উপর চড়াও হয়ে মারধর করেন। খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষুদ্ধ চা-শ্রমিকরা বাগান ম্যানেজার রফিকুল ইসলামকে প্রত্যাহার করা না হলে কর্মবিরতির হুমকি দিয়েছেন। এ ব্যাপারে আহত রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার সেল ফোনটি বন্ধ পাওয়া যায়।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়