Wednesday, September 25

বৃহস্পতিবার দেশব্যাপী জামায়াতের বিক্ষোভ

ঢাকা : দলের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাহসহ নেতাকর্মীদের মুক্তি, তত্ত্বাবধায়ক সংবিধানে পুনর্বহাল ও সরকারের পদত্যাগ দাবিতে জামায়াতে ইসলামী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।

প্রচার বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানের বরাতে বলা হয়েছে, ‘উক্ত দাবি আদায়ে আগামীকাল বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করবে জামায়াতে ইসলামী।’

এতে জামায়াত সেক্রেটারি বলেন, ‘সরকার জামায়াতকে নেতৃত্ব শূন্য করার জন্য আবদুল কাদের মোল্লাসহ শীর্ষ নেতাদের হত্যা করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। তথাকথিত মানবতাবিরোধী অপরাধের মিথ্যা মামলায় বিচারের নামে প্রহসনের আয়োজন করেছে। সরকার মূলত: দেশ থেকে ইসলাম নির্মূলের চক্রান্ত করছে।’

জনগণ সরকারের হাতে জিম্মি দাবি করে তিনি বলেন, ‘সরকার একদলীয় প্রহসনের নির্বাচন করার জন্য মরিয়া হয়ে উঠেছে। আর নির্বাচন কমিশন তাদের তল্পীবাহক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এদের অধীনে কখনো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।’

রফিকুল ইসলাম খান বলেন, দেশের অর্থনীতির মেরুদণ্ড সম্ভাবনাময় গার্মেন্টস সেক্টরকে ধ্বংস করার জন্য সরকার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। সরকার পরিকল্পিতভাবে এ শিল্প ধ্বংস করে বাংলাদেশকে প্রতিবেশী রাষ্ট্রের বাজার বানানোর অপচেষ্টা করছে।

গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিয়ে তাদের বেতন যৌক্তিকভাবে বৃদ্ধি করার জন্য সরকারের প্রতি তিনি আহ্বান জানান।

জামায়াত সেক্রেটারি জেনারেল ঘোষিত বিক্ষোভ কর্মসূচি সফল করতে দলটির সকল শাখা ও দেশাবাসীর প্রতিও আহ্বান জানান।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়