Saturday, September 28

দাবি আদায়ের সংগ্রামে প্রাণ দিতেও প্রস্তুত : ফারুক

ঢাকা: জনগণের দাবি আদায়ের সংগ্রামে প্রাণ দিতেও প্রস্তুত বলে জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেছেন, জনগণের দাবি আদায়ে যদি সংগ্রাম করে আমাদের প্রাণও যায় তাতে কোনো দুঃখ নেই। কারণ আমরা প্রাণ দিতে প্রস্তুত। এতে ইতিহাসে আমাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
আজ শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন-এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উদ্দেশে ফারুক বলেন, আপনি দেশের মানুষের কথা শোনেন না, ইউরোপীয় ইউনিয়নের কথা শোনেন না, জাতিসঙ্ঘের কথা শোনেন না, শোনেন দাদাদের (ভারত) কথা। দেশ দাদাদের কথায় চলবে না। দেশ চলবে দেশের মানুষের কথায়। তিনি বলেন, আমরা অত্যাচারিত হচ্ছি, আমাদের মামলা আছে ভবিষ্যতেও হবে। আমরা জেলেও যেতে পারি। তবে আমরা নিরাশ নই। কারণ, আমরা এমন এক নেত্রীর অধীনে আছি যার কারণে আমি পাঁচবার নির্বাচিত হয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের চেয়ারম্যান হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়