Sunday, September 15

আগৈলঝাড়ায় প্রেমের টানে ঘর ছেড়ে গৃহবধূ এখন শ্রীঘরে

আগৈলঝাড়া (বরিশাল): বরিশালের আগৈলঝাড়ায় এক গৃহবধূ প্রেমের টানে প্রেমিকের বাড়ি এস উঠেছে। বেরসিক পুলিশ প্রেমিক জুটিকে আটক করে শ্রীঘরে পাঠিয়েছে। জানা গেছে, উপজেলার পয়সারহাট গ্রামের ইউনুস বেপারীর মেয়ে রাবেয়াকে ১ বছর পূর্বে পার্শ্ববর্তী কোটালীপাড়া উপজেলার নারিকেলবাড়ী গ্রামের হাবিব হাওলাদারের ছেলে ইউনুস আলীর সাথে বেয়ে হয়। বিয়ের পর রাবেয়া তার পূর্ব প্রেমিকে জন্য সংসারে উদাসীন ছিল। গতকাল রাবেয়ার তা স্বামীর বাড়ি থেকে পূর্ব প্রেমিক আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের সেলিম সরদারের ছেলে সুজনের বাড়িতে ওঠে। পুলিশ সুজনের বাড়ি থেকে প্রেমিক জুটিকে আটক করে শ্রীঘরে পাঠিয়েছে।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়