Friday, September 20

মিশরে আজ (শুক্রবার) আবার গণ-বিক্ষোভের ডাক দিয়েছে ইখওয়ান

ঢাকা: মিশরের মুসলিম ব্রাদারহুড বা ইখওয়ানুল মুসলিমিন আজ (শুক্রবার) আবারও সরকার-বিরোধী বিক্ষোভ পালনের ডাক দিয়েছে। দলটি মিশরের ইতিহাসে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার প্রতিবাদে বিগত সপ্তাহগুলোর শুক্রবারের মত আজও দেশটির রাজপথগুলোতে নেমে বিক্ষোভ করতে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছে।
বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার প্রাক্কালে  এই ডাক দিল ইখওয়ান। ইখওয়ানের বিবৃতিতে বিক্ষোভ মিছিল শুরু করার জন্য নির্দিষ্ট কোনো স্থানের নাম উল্লেখ করা হয়নি।

 মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর মিশরের সেনাবাহিনী একটি অস্থায়ী সরকারকে দিয়ে পরোক্ষভাবে দেশ শাসন করছে। প্রতিবাদীদের ওপর রক্তাক্ত দমন-পীড়ন সত্ত্বেও সম্প্রতি সেনা-সমর্থিত এই সরকার সাবেক একনায়ক হোসনি মুবারককে কারাগার থেকে বের করে গৃহবন্দী করায় অস্থায়ী সরকারের বিরুদ্ধে গণ-বিক্ষোভ নতুন মাত্রা পেয়েছে বলে মনে করা হচ্ছে।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়