ঢাকা : সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহার করায় দেশটির প্রেসিডেন্ট বাশার আসাদকে দায়ি করেছে জি-২০ ভুক্ত ১১টি মিত্রদেশ। সিরিয়ার ওপর সম্ভাব্য মার্কিন সামরিক হস্তক্ষেপকেও সমর্থন করেছে ওই ১১টি দেশ।
শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রনালয় থেকে প্রকশিত এক নথিপত্রে এ তথ্য জানানো হয়। মার্কিন প্রশাসনের উদ্যোগে তৈরী করা ওই নথিপত্র স্বাক্ষর করেছে অষ্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, স্পেন, তুরষ্ক, যুক্তরাজ্যে ও মার্কিন যুক্তরাষ্ট্র।
এতে বলা হয়, দুই বছরেরও বেশি সময়ে ধরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সিরিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে পারছে না। উল্লেখিত দেশগুলো সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহার বন্ধ করতে মার্কিন প্রশাসনের উদ্যোগকে সমর্থন জানিয়েছে।
ওই নথিপত্রে স্বাক্ষর করা দেশগুলো দাবি করছে যে, গত ২১ আগষ্ট সিরিয়ার দামাস্কাসের উপকন্ঠে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে আসাদের সরকার। তবে ১১টি দেশের নেতারা একই সাথে জেনেভা সম্মেলনের মাধ্যমে সিরিয়া সংকট সমাধানের আহবান জানিয়েছেন।---ডিনিউজ
শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রনালয় থেকে প্রকশিত এক নথিপত্রে এ তথ্য জানানো হয়। মার্কিন প্রশাসনের উদ্যোগে তৈরী করা ওই নথিপত্র স্বাক্ষর করেছে অষ্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, স্পেন, তুরষ্ক, যুক্তরাজ্যে ও মার্কিন যুক্তরাষ্ট্র।
এতে বলা হয়, দুই বছরেরও বেশি সময়ে ধরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সিরিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে পারছে না। উল্লেখিত দেশগুলো সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহার বন্ধ করতে মার্কিন প্রশাসনের উদ্যোগকে সমর্থন জানিয়েছে।
ওই নথিপত্রে স্বাক্ষর করা দেশগুলো দাবি করছে যে, গত ২১ আগষ্ট সিরিয়ার দামাস্কাসের উপকন্ঠে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে আসাদের সরকার। তবে ১১টি দেশের নেতারা একই সাথে জেনেভা সম্মেলনের মাধ্যমে সিরিয়া সংকট সমাধানের আহবান জানিয়েছেন।---ডিনিউজ
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়