কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার বুড়িচংয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকান্ডে চারটি পরিবারের সাতটি ঘর ভস্মিভূত হয়েছে। গতকাল শনিবার রাত আনুমানিক ৯ টার দিকে বুড়িচংয়ের ময়নামতি ইউনিয়নের নাজিরা বাজার এলাকার তমিজ উদ্দিনের ঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের নাজিরা বাজার এলাকার তমিজ উদ্দিনের বাড়িতে রাত আনুমানিক ৯ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে এ বাড়ির সাতটি কক্ষ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে কুমিল্লা থেকে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে রাত ১১টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে পুড়ে আবু ইউসুফের কক্ষে রক্ষিত থাকা নগদ ৭১ হাজার টাকা, টিভি, ফ্রিজ ইলেকট্রনিক্স মালামাল,ফার্নিচারসহ আড়াই লাখ টাকা, নুরুল ইসলামের ১ লক্ষ টাকার মালামাল, আব্দুলের নগদ ১০ হাজার সহকারে ১ লক্ষ টাকার মালামাল, মাসুমের প্রায় দেড় লাখ টাকার মালামালসহ মোট সাত লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।----ডিনিউজ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়