দিনাজপুর: তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজ তান্ত্রিক দল (জাসদ) এর সভাপতি হাসানুল হক ইনুর উপর লন্ডনে র্দুবৃত্তদের সন্ত্রাসী হমলা চালানোর ঘটনার প্রতিবাদে ও হামলাকরীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে শনিবার দিনাজপুর প্রেসক্লাবের সম্মুখে জেলা জাসদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। জাতীয় সমাজ তান্ত্রিক দল (জাসদ) দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক এ্যডঃ লিয়াকত আলীর নেতৃত্বে মানববন্ধন কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সহ-সভাপতি আজিজুল হক রাজুল, জাসদ নেতা সহিদুল ইসলাম শহিদুল্লাহ, সাবেক জাসদ ছাত্রলীগ নেতা সুলতান কামাল উদ্দিন বাচ্চু।
বক্তারা বলেন, হাসানুল হক ইনু একজন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। যুদ্ধাপরাধী, সাম্প্রদায়িক, জঙ্গীবাদী গোষ্টী এবং তাদের আশ্রয় প্রশয়দাতাদের দোসররাই লন্ডনে হাসানুল হক ইনুর উপর হামলা চালাতে পারে। যখন হাসানুল হক ইনু মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করে চলেছে ঠিক তখনই পরিকল্পিতভাবে তার উপর এই নগ্ন হামলা। যারা এই দেশটাকে জঙ্গিবাদ ও পাকিস্তান বানাতে চায়। তাদের বিরুদ্ধে জাসদ আন্দোলন লড়াই চালিয়ে যাবে। এই ব্যাপারে জাসদের কোন নেতা কর্মীর গায়ে হাত পরে জাসদ তা প্রতিহত করবে।---ডিনিউজ
খবর বিভাগঃ
অন্য জেলা
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়