Wednesday, September 25

গণতন্ত্র মেনে নির্বাচনে অংশগ্রহণ করুন : সুরঞ্জিত

ঢাকা : আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বিএনপি-জামাতের কাছে আমাদের আহ্বান-সহিংস রাজনীতি পরিহার করে আইনের শাসনের রাজনীতিতে আসনু। গণতন্ত্র মেনে চলুন এবং নির্বাচনে অংশগ্রহণ করুন।

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে “শান্তির বাংলাদেশ গড়তে সংবিধান সম্মত নির্বাচন চাই’-শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

জাতীয় গণতান্ত্রিক লীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বঙ্গবন্ধু শিশু কল্যাণ পরিষদ ও শহীদ কাজী আরেফ ফাউন্ডেশন’র এ সভার আয়োজন করে। 

বিএনপিকে উদ্দেশ্য করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, কোন ছলচাতুরী দিয়ে বাংলাদেশের সংবিধানকে কলঙ্ক করতে পারবেন না।

বিশেষ অতিথির বক্তৃতায় নৌমন্ত্রী শাহজাহান খান বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা যেভাবে ৭০ ও ৭১ সালে ঐক্যবদ্ধ হয়েছিলাম, সে ভাবেই আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে শ্রমিক জনতার ঐক্য গড়ে তুলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ক্ষমতায় অধিষ্ঠিত করবো।

বঙ্গবন্ধু শিশু কল্যাণ পরিষদ সভাপতি মুশফিকুর রহমান মিন্টুর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগের উপ কমিটির সহ সম্পাদক এড. বলরাম পোদ্দার।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়