বিক্রি হতে যাচ্ছে সালমান শাহের শখের সেই গাড়ীটি। সম্প্রতি এমন কথাই জানিয়েছেন সালমান শাহর মা নীলা আহমেদ ।
মার্ক টু সিরিজের চ্যাজার সালমান শাহের এ প্রিয় গাড়িটি সালমান অভিনীত বিভিন্ন ছবিতে ব্যব হার করা হয়েছিল।
সালমানের নামে এফডিসির সামনের সড়কের নামকরণের দাবি জানিয়েছে ফেসবুকভিত্তিক একটি সংগঠন। আর এই দাবিকে আরও জোরালো করতে গত ১৩ সেপ্টেম্বর সালমান শাহর মার সঙ্গে দেখা করেন সংগঠনটির কয়েকজন সদস্য। আর তখনই অনেক কথার ফাঁকে এ কথা জানান তিনি।
নীলা আহমেদ সালমানের নামে সড়কের নামকরণের দাবিকে স্বাগত জানালেও আপত্তি জানিয়েছেন এফডিসির ভেতরের কোনো স্থাপনার নামকরণ নিয়ে। এফডিসির ভেতরে সালমানের কোন প্রকার স্হাপনা নির্মানের বিষয়ে আপত্তির ব্যাপারে তিনি সালমানের মৃত্যুর পর এফডিসির অকৃতজ্ঞ মনোভাবের কথা মনে করিয়ে দেন।
এফডিসির সামনের সড়কের পাশাপাশি সিলেটে অবস্থিত সালমান শাহর বাড়ির সামনের সড়কের নাম তার নামে রা্খার দাবি জানান সালমানের মা। তিনি এ বিষয়ে সালমানভক্তদের আরও উদ্যোগী হওয়ার পরামর্শ দেন।
সালমান শাহের মা আবারো দাবী করেন, সালমান শাহ আত্মহত্যা করেনি, বরং তিনি পরিকল্পিত এক হত্যাকান্ডের শিকার , যার পেছনে জড়িত সালমানের স্ত্রী সামিরা । ওয়েবসাইট
খবর বিভাগঃ
বিশেষ খবর
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়