Tuesday, September 24

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, বাসে আগুন


ঢাকা: দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে। এ সময় একটি বাসে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

মঙ্গলবার সকাল দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তিতাস পরিবহনের (ঢাকা ব-১৪-২৫৮০) ওই বাসে আগুন ধরিয়ে দেয় তারা।

জানা যায়, ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানার নেতৃত্বে বিক্ষোভ মিছিল প্রধান ফটকের সামনে এসে বাসে আগুন ধরিয়ে দেয়। সাড়ে দশটার দিকে সাভার ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, ২৪ ঘন্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে ঢাকা- আরিচা মহাসড়ক অবরোধ করা হবে।

তবে ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইদ ভুঁইয়া বলেন, ছাত্রদল কখনো বাসে আগুন দিতে পারে না।

প্রক্টর ড. মুজিবুর রহমান বলেন, বাসে আগুনের ঘটনায় পুলিশ মামলা করবে। কাউকে গ্রেফতার করা হয়নি বলেও তিনি জানান।

সাভার থানার ওসি কামাল হোসেন বলেন, সোয়া দশটার দিকে ডেইরিগেটে বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, কেন্দ্রীয় সভাপতি আবদুল কাদের ভুঁইয়া জুয়েলসহ কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে ছাত্রদলের ডাকে মঙ্গলবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি রয়েছে।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়