Sunday, September 8

কোর্ট তাকে বলেছিল ‘রং হেডেড’

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন,“আমাদের প্রধানমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে। এর আগে সুপ্রিমকোর্ট তাকে বলেছিলেন ‘রং হেডেড’। এখন তা প্রমাণিত হয়ে গেছে। কারো মাথা খারাপ হলে চিকিৎসা প্ররয়োজন। আমরা তার শুভাকাঙ্ক্ষী, তার চিকিৎসার ব্যবস্থা করার সুপারিশ করছি।” 
একুশ বছর পর নরসিংদী গিয়ে এক জনসভায় এ মন্তব্য করেন তিনি। বৃষ্টি ও প্রতিকূল আহবাওয়া উপেক্ষা করে হাজার হাজার মানুষ যোগ দিয়েছেন এই সভায়।  
খালেদা জিয়া বলেন, “সরকার ক্ষমতায় বহাল থেকে নির্বাচন করতে চায়। এ ধরনের নির্বাচন নিরপেক্ষ হতে পারে না। এ ধরনের নির্বাচন আমরা হতে দেবো না।"
"আমরা কোনো অন্যায় দাবি করছি না। আমাদের ন্যায্য দাবি করছি। তা মানতে হবে," বলেন তিনি। 
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের জন্য আলোচনার পথ প্রধানমন্ত্রী নিজেই বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ করেন বিরোধীদলীয় নেত্রী।
"তবে প্রধানমন্ত্রী চাইলে এখনো নিরপেক্ষ সরকারের বিষয়ে আলোচনা হতে পারে," এভাবেই আলোচনার ঈঙ্গিত দেন বেগম জিয়া।
আওয়ামী লীগ আমলের সরকারের নানা 'দূর্নীতির' কথাও বলেন তিনি। 
বেগম জিয়া বলেন, দেশের সম্পদ এমপি-মন্ত্রীদের পকেটে চলে গেছে।” ---পরিবর্তন

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়