Tuesday, September 10

অবশেষে লালমনিরহাট সদর উপজেলার আ’লীগের কমিটি ঘোষনা

লালমনিরহাট : দীর্ঘদিন ঝুলে থাকার পর লালমনিরহাট সদর উপজেলার আওয়ামীলীগের কমিটি ঘোষনা করা হয়েছে। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এই কমিটি গত ৪ সেপ্টেম্বর ঢাকায় গনভবনে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদন করা হয় বলে দলীয় সুত্রে জানা গেছে। প্রধানমন্ত্রী এই কমিটি অনুমোদন দেয়ায় জেলা পর্যায়ের ২/১ জন নেতৃবৃন্দের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। অপর দিকে লালমনিরহাট সদর উপজেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে গণসংবর্ধনা দিয়েছেন আওয়ামীলীগ অংগ সংগঠনের নেতাকর্মীরা। শনিবার সন্ধ্যায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ সংবর্ধনা দেয়া হয়। গত ৪ সেপ্টেম্বর ঢাকায় গণভবনে জননেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লালমনিরহাট সদর উপজেলার আওয়ামীলীগের মোঃ গোলাম মোস্তফা স্বপনকে সভাপতি ও মোঃ জহুরুল হক মামুনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। এ খবর লালমনিরহাটে ছড়িয়ে পড়লে হাজার হাজার নেতা কর্মী তিস্তা সড়ক সেতু থেকে দুই নেতাকে রিসিভ করে শত শত মটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাদেরকে লালমনিরহাটে নিয়ে আসে এবং ফুলের মালা গলায় দিয়ে গণসংবর্ধনা দেয়। উল্লেখ্য, এ কমিটি নিয়ে দীর্ঘদিন থেকে জটিলতার সৃষ্টি হওয়ায় জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে সমাধান করা হয়। তবে জেলা কমিটির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ ওই গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়