ঢাকা : ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ আশা প্রকাশ করে বলেছেন, পশ্চিমাদের সঙ্গে আলোচনার মাধ্যমে তার দেশের পরমাণু সমস্যার সমাধান হবে। তবে, এ ক্ষেত্রে ইরানের অধিকার রক্ষা করা হবে বলে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
জাওয়াদ জারিফ বলেন, “আশা করি আমরা ইরানের অধিকার বজায় রেখে এবং কয়েকটি দেশের উদ্বেগ দূর করে পরমাণু সমস্যার সমাধান করতে পারব।” নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মধ্যাহ্নভোজের সময় তিনি এসব কথা বলেছেন। তিনি জাতিসংঘের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে বলেন, সামরিক উপায়ে এখন কোনো সমস্যার সমাধান করা যায় না।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত কয়েক দশক ধরে সামরিক হামলার বিষয়টি ছিল জাতিসংঘ সনদের একটি উপায় কিন্তু এখন তা আর অস্ত্র হিসেবে ব্যবহৃত হতে পারে না। তিনি বলেন, বিশ্বায়নের কারণে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর এক দেশের নিরাপত্তা এখন অন্য সব দেশের নিরাপত্তা বলে গণ্য হচ্ছে।
জাওয়াদ জারিফ বলেন, সব দেশকে এখন পাশাপাশি বসবাস করতে হবে এবং সন্ত্রাসবাদ, দারিদ্য এবং বিশ্ব উষ্ণতার বিরুদ্ধে হাতে হাত রেখে লড়তে হবে।---ডিনিউজ
জাওয়াদ জারিফ বলেন, “আশা করি আমরা ইরানের অধিকার বজায় রেখে এবং কয়েকটি দেশের উদ্বেগ দূর করে পরমাণু সমস্যার সমাধান করতে পারব।” নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মধ্যাহ্নভোজের সময় তিনি এসব কথা বলেছেন। তিনি জাতিসংঘের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে বলেন, সামরিক উপায়ে এখন কোনো সমস্যার সমাধান করা যায় না।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত কয়েক দশক ধরে সামরিক হামলার বিষয়টি ছিল জাতিসংঘ সনদের একটি উপায় কিন্তু এখন তা আর অস্ত্র হিসেবে ব্যবহৃত হতে পারে না। তিনি বলেন, বিশ্বায়নের কারণে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর এক দেশের নিরাপত্তা এখন অন্য সব দেশের নিরাপত্তা বলে গণ্য হচ্ছে।
জাওয়াদ জারিফ বলেন, সব দেশকে এখন পাশাপাশি বসবাস করতে হবে এবং সন্ত্রাসবাদ, দারিদ্য এবং বিশ্ব উষ্ণতার বিরুদ্ধে হাতে হাত রেখে লড়তে হবে।---ডিনিউজ
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়