নিজস্ব প্রতিবেদক:
ব্র্যাক ওয়াশ কানাইঘাটের উদ্যোগে আজ সোমবার হতদরিদ্র ১৫টি পরিবারের মধ্যে স্যানিটারী ল্যাট্রিন সামগ্রী বিতরণ করা হয়। দুই হাজার পাঁচ শত টাকা মূল্যের বিতরণকৃত এসব ল্যাট্রিন সামগ্রীর মধ্যে রয়েছে ৬টি করে রিং, একটি স্ল্যাব, ১টি ঢাকনা, ৮ পিছ ঢেউটিন, একটি সাবান ও একটি সাবানদানী। এ উপলক্ষ্যে বিকাল ৪টায় ব্র্যাক ওয়াশ কার্যালয় প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সোহরাব হোসেনের সভাপতিত্বে এবং কর্মসূচির সংগঠক মোবারক হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আদর্শ বাস্তবায়ন পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা জিএম হায়দার, পৌর কাউন্সিলর শামীম আহমদ, হাফিজ নূর উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের সেক্রেটারী এখলাছুর রহমান। এছাড়াও অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ব্র্যাক ওয়াশ কানাইঘাটের সিনিয়র ব্যবস্থাপক হাবিবুর রহমান, এইচএনপিপি সিনিয়র ব্যবস্থাপক কার্তিক বিশ্বাস, শাখা হিসাব রক্ষণ কর্মকর্তা রিয়াজ উদ্দিন ও মাঠ সংগঠক স্বপন কুমার সিংহ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়