Friday, September 6

কানাইঘাট সীমান্তে বাংলাদেশীকে হত্যা করল ভারতীয় খাসিয়া

নিজস্ব প্রতিবেদক:
 কানাইঘাটের সীমান্তবর্তী বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত সিংগাইর এলাকা থেকে ধরে নিয়ে গত মঙ্গলবার ভারতীয় খাসিয়ারা এক বাংলাদেশীকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে। গত বুধবার বিজিবি ও বিএসএফের যৌথ পতাকা বৈঠকের পর নিহত নাজিম উদ্দিনের লাশ ফেরত দিয়েছে বিএসএফ। জানা যায়, উপজেলার সীমান্তবর্তী লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউপির বড়বন্দ ৩য় খন্ড গ্রামের আব্দুর রশিদের পুত্র নাজিম উদ্দিন (২৩) কাজের সন্ধানে মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হয়। এর পর সে আর বাড়িতে ফিরে না আসলে তার আত্মীয়-স্বজনরা খোঁজ নিয়ে জানতে পারেন ভারতের মেঘালয় রাজ্যের সুরাইপুঞ্জির অস্ত্রধারী খাসিয়ারা নাজিম উদ্দিনকে ধরে নিয়ে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে লাশ গুম করে রেখেছে। নিহতের স্বজনরা সুরাইঘাট বিজিবি ক্যাম্পকে হত্যাকান্ডের বিষয়টি অবহিত করেন।  পরে বিজিবি জোয়ানরা নাজিম উদ্দিনকে ধরে নিয়ে খাসিয়া কর্তৃক হত্যার বিষয়টি কানাইঘাট সীমান্তের সুরাইপুঞ্জির বিএসএফ ক্যাম্পকে চিঠির মাধ্যমে অবহিত করে। গত বুধবার সন্ধ্যা ৬টায় ভারতের ডাউকী সীমান্তে দু’দেশের সীমান্তরীদের পতাকা বৈঠকের পর নাজিম উদ্দিনের লাশ রাতে সুরাইঘাট বিজিবি ক্যাম্পের জোয়ানদের নিকট হস্তান্তর করে বিএসএফ। পতাকা বৈঠকে নেতৃত্ব দেন বাংলাদেশের পক্ষে বিজিবির ল্যাপ্ট্যান্যান্ট সাইফুল ইসলাম এবং ভারতের পক্ষে বিএসএফের কমান্ডেড দেবেন্দ্র বিষ্ট। বুধবার রাতেই কানাইঘাট থানার এসআই আলী আশরাফ নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে সিলেট ওমেক হাসপাতাল মর্গে পোস্ট মর্টেমের জন্য প্রেরণ করে। থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরী 'কানাইঘাট নিউজকে' জানিয়েছেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ ব্যাপারে থানায় জিডিমূলে বুধবার অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য যে, সম্প্রতি কানাইঘাট সীমান্তে ভারতীয় খাসিয়ারা আরো এক বাংলাদেশীকে ধরে নিয়ে গুলি করে হত্যা করে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়