Wednesday, September 25

জয়ের প্রশংসা করলেন ওবামা

ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ছেলে সজীব ওয়াজেদ জয়ের প্রশংসা করলেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।মঙ্গলবার সকালে জাতিসংঘ সাধারণ অধিবেশনের উন্নয়ন বিতর্ক শুরুর উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন প্রেসিডেন্ট ওবামা। এ সময় ওবামার সাথে দেখা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দেখামাত্রই ওবামা শেখ হাসিনাকে বলেন, ‘ইওর সান ইজ ভেরি স্মার্ট, অ্যান্ড ইন্টেলিজেন্ট’।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর ওয়ার্ল্ড অব অ্যাস্টোরিয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ফার্স্টলেডি বিশ্ব নেতাদের সম্মানে যে ডিনার দিয়েছিলেন তাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গিয়েছিলেন সপরিবারে।
ছেলে সজীব ওয়াজেদ জয় এরই মধ্যে সেই ডিনারে প্রেসিডেন্ট ওবামা ও ফার্স্টলেডি মিশেল ওবামার আতিথেয়তায় মুগ্ধতার কথা জানিয়েছেন ফেসবুক স্ট্যাটাসে। যা নিয়ে খবরও প্রকাশিত হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়