মৌলভীবাজার: বানিজ্যিকভাবে বিভিন্ন জাতের কবুতরের খামার করে অর্থনৈতিকভাবে সাবলম্বী হওয়ার লক্ষ্যে ৫০টির অধিক জাতের কবুতর নিয়ে প্রদর্শনীর অয়োজনে করা হয়েছে। ২৫ সেপ্টেম্বর বুধবার সকাল ১১ টায় জাহাঙ্গীর কমিনিউটি সেন্টারে এ প্রদর্শনী আয়জন করা হয়। এ প্রদর্শনী উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।প্রদর্শনীতে উজবেক টাম্বলার, ইংলিশ পোটার, লাহোর সিরাজী, আর্চ এ্যাঞ্জেল, জেকবিন স্পযাশ, বোখারা, পিগমি পোটারসহ প্রায় ৫০টি কবুতর স্থান পায়। মেলার অয়োজক রাজু হানিফ জানান,এসব কবুতরের বাজার মূল্য দেড় লক্ষ টাকা থেকে দুই হাজার পর্যন্ত হয়ে থকে। ---ডিনিউজ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়