Wednesday, September 25

এবার ভুয়া ভোটার হওয়ার কোনো সুযোগ নেই: সিইসি

ঢাকা : প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদ বলেছেন, এবারের হালনাগাদ করা জাতীয় পরিচয়পত্র নির্ভুল হয়েছে।এবার ভুয়া ভোটার হওয়ার কোনো সুযোগ নেই।

বুধবার দুপুরে শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের কাছে তিনি একথা বলেন। 

রকিব উদ্দীন বলেন, অনেকে গতবারের কার্ড মানসম্মত না হওয়ায় আবার কার্ড করেছেন। আমরা সেগুলো যাচাই করে অনেক কার্ড বাদ দিয়েছি।অনেক ভুল সংশোধন করেছি। 

তিনি বলেন, আমরা অনেক উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করছি, যা পূর্বে ছিল না। আইডি নম্বর ও পরিচয়পত্র নম্বর নিয়ে কিছু জটিলতা তৈরি হয়েছে, আশা করছি তা ঠিক হয়ে যাবে। 

সিইসি বলেন, বুধবার থেকে ঢাকাসহ পাশবর্তী জেলায় জাতীয় পরিচয়পত্র বিতরণের কাজ শুরু হয়েছে। তথ্য সংগ্রহকারী কর্মকর্তারা দুই সপ্তাহ ভোটার আইডি বিতরণ করবেন, যেগুলো বিতরণ হবে না সেগুলো দুই সপ্তাহ তাদের কাছেই থাকবে। এই দুই সপ্তাহের মধ্যে তাদের কাছ থেকে কার্ড সংগ্রহ করা যাবে। কিন্তু সংগ্রহ না করলে পরবর্তীতে থানা বা উপজেলা নির্বাচন কার্যালয় থেকে কার্ড সংগ্রহ করা যাবে। তিনি বলেন, ভোট দেয়ার জন্য জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন নেই। তবে আমাদের দায়িত্ব সবার পরিচয়পত্র হাতে হাতে পৌঁছে দেয়া।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়