ঢাকা: নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া অন্য কোনো উপায়ে নির্বাচন হলে তা জনগণ প্রতিরোধ করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
হান্নান শাহ বলেন, সুষ্ঠু নির্বাচন নির্দলীয় সরকার ছাড়া সম্ভব নয়। আর সংবিধান শুধু আওয়ামী লীগের নয়, সংবিধান জনগণের বলে জানান তিনি। ফলে অবিলম্বে সংবিধান সংশোধন করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি করেছেন বিএনপির এ নেতা।
তিনি বলেন, দেশের ৯০ ভাগ মানুষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের পক্ষে। সরকার সুপরিকল্পিতভাবে সংবিধান থেকে গণভোট উঠিয়ে দিয়েছে। একইসঙ্গে তত্ত্বাবধায়ক নিয়ে গণভোটেরও দাবি জানান হান্নান শাহ।---ডিনিউজ
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়