Thursday, September 19

রামুতে বৌদ্ধ সম্প্রদায়ের মধু পূর্ণিমায় বিশেষ প্রার্থনা

রামু (কক্সবাজার):  কক্সবাজারের রামুতে সহিংস ঘটনার বর্ষপূর্তির প্রাক্কালে বিপুল উৎসাহ উদ্দীপনায় উৎসব মুখর পরিবেশে বৌদ্ধ সম্প্রদায়ের শুভ মধু পূর্ণিমা উদযাপন করা হয়। শুভ মধু পূর্ণিমা উপলক্ষে দেশী-বিদেশী পর্যটকের পদভারে মুখরিত হয়ে উঠে নবনির্মিত বৌদ্ধ বিহার গুলো। সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল হাজার হাজার নারী ও পুরুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শতাধিক বৌদ্ধ ভিক্ষু, শ্রামণকে মধু দানের দৃশ্য। বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর উক্ত পূর্ণিমা উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় সীমা বিহারে অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, বুদ্ধ পূজা, বর্ষাবাসের  উপোসথ শীল গ্রহন, ভিক্ষুদের পিন্ডদান, প্রদীপ পূজা ও ধর্ম সভা। সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সাবেক সভাপতি, কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ পন্ডিত সত্যপ্রিয় মহাথের।  উক্ত সভায় জগতের সকল প্রাণী, দেশ ও জাতির  মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। এতে অন্যান্যদের মধ্যে ধর্মদেশনা করেন সীমা বিহারে উপাধ্যক্ষ শীলপ্রিয় ভিক্ষু,আবাসিক প্রধান বিশিষ্ট লেখক প্রজ্ঞান্দন ভিক্ষু,  দ্বীপ শ্রীকুল বৌদ্ধ বিহারের শুকাচারা মহাথের, উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বন বিহারের অধ্যক্ষ সারমিত্র থের, উখিয়া পাতাবাড়ী আনন্দ ভবন বৌদ্ধ বিহারের প্রজ্ঞাবোধি থের, উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শণ ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ করুণাশ্রী থের, উত্তর ফতেখারকুল বিবেকারাম বৌদ্ধ বিহারের শীলমিত্র থের, হাজারীকুল বোধিরতœ বৌদ্ধ বিহারের জ্যোতিবোধি ভিক্ষু, খরুলিয়া বৌদ্ধ বিহারের কল্যাণপ্রিয় ভিক্ষু প্রমুখ।  ---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়