Thursday, September 19

প্রধানমন্ত্রী খালেদাকে চোখের ডাক্তার দেখাতে বললেন

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘উনি যদি চোখে কিছু না দেখেন, তাহলে আমি তাঁকে বলতে পারি, চোখের ডাক্তারের কাছে যান।’
আজ বুধবার জাতীয় সংসদে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারের উন্নয়নকাজের ফিরিস্তি দিতে গিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
সরকারি দলের সাংসদ সিরাজুল আকবরের এক সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘এ সরকারের আমলে এত উন্নয়নের পরও বিরোধীদলীয় নেতা কোনো উন্নয়ন দেখেন না। এটা জাতির দুর্ভাগ্য। তিনি প্রতিনিয়ত জনগণের কাছে অসত্য তথ্য তুলে ধরছেন। এখন প্রতিনিয়ত ছয় হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুত্ উত্পন্ন হচ্ছে। মানুষ দুবেলা খেয়ে-পরে ভালো আছে।’ এসব উন্নয়ন তাঁর চোখে যদি না পড়ে তাহলে তাঁর চোখের চিকিত্সকের কাছে যাওয়া উচিত বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
নাজিম উদ্দিন আহমেদের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার আইনশৃঙ্খলার উন্নয়নে সর্বাধিক গুরুত্বারোপ করেছে। অতীতের যেকোনো সময়ের চেয়ে বর্তমান সরকারের আমলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। মানবতাবিরোধী অপরাধ ও ২১ আগস্টের গ্রেনেড হামলাসহ চাঞ্চল্যকর মামলাগুলোর বিচারকাজ নিশ্চিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলার উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।
শামসুর রহমান শরীফের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে দেশের বিদ্যুত্ উত্পাদন ক্ষমতা ২০ হাজার মেগাওয়াটে উন্নীত করার মহাপরিকল্পনা হিসেবে রূপপুরে এক হাজার মেগাওয়াট ক্ষমতার পারমাণবিক বিদ্যুেকন্দ্র স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে গত ১৫ জানুয়ারি রাশিয়ার সঙ্গে ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি সই হয়েছে। আগামী ২ অক্টোবর প্রকল্পটি উদ্বোধনের দিন ধার্য রয়েছে।
এর আগে বিকেল পাঁচটার পরে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।---অনির্বান নিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়