Saturday, September 7

মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে আবারও লঞ্চ চলাচল বন্ধ


মুন্সীগঞ্জ:  মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে আবারও লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেছে। শনিবার বিকেল ৫টার দিকে মালিক সমিতি লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে বলে জানা গেছে। ১২ দিন বন্ধ থাকার পর ৫ দিন আগে লঞ্চ চলাচল শুরু করেছিল মালিক সমিতি। 
বিআইডব্লিউটিএ’র মাওয়া কার্যালয়ের সহকারি কর্মকর্তা মো. মহিউদ্দিন জানান, লঞ্চের চালকদের প্রয়োজনীয় কাগজপত্র ও সরঞ্জাম না থাকায় গত ৩১ আগষ্ট মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে চলাচলরত ২৫টি যাত্রীবাহি লঞ্চের রুট পারমিট বাতিল করে দেয় বিআইডব্লিউটিএ। এর প্রতিবাদে ও রুট পারমিট বতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবীতে মাওয়া লঞ্চ মালিক সমিতি লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে।
তিনি আরও জানান, গত ২২ আগষ্ট কাওড়াকান্দি ঘাট থেকে সিরিয়াল ভঙ্গ করে শাহপরান নামের একটি লঞ্চ চলাচল নিয়ে বিরোধের জের ধরে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় মালিক সমিতি। এতে ১ সেপ্টেম্বর রাতে লঞ্চ মালিকদের সঙ্গে বিআইডব্লিউটিএর চেয়ারম্যানের সঙ্গে সমঝোতা বৈঠকের পর গত ২ সেপ্টেম্বর ১২ দিন বন্ধ থাকার পর মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছিল।----ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়