যশোর: সোমবার যশোরে ‘মানবপাচার প্রতিরোধে এলার্ট সিস্টেম ব্যবহারে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সার্কিট হাউজ মিলনায়তনে ঢাকা আহসানিয়া মিশন ও প্ল্যান বাংলাদেশ এ সভার আয়োজন করে।
ঢাকা আহসানিয়া মিশনের রিজিওনাল ফোকাল পার্সন খায়রুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জাহিদ হোসেন পনির, প্রেসক্লাব যশোরের সভাপতি মিজানুর রহমান তোতা ও সম্পাদক আহসান কবির।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফকির শওকত, গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, এটিএন বাংলার স্টাফ রিপোর্টার শাহানারা বেগম, যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক এইচআর তুহিন, মিসিং চাইল্ড এলার্ট (এমসিএ) প্রকল্পের এলাকার সমন্বয়কারী রফিকুল ইসলাম, ফিল্ড কো অর্ডিনেটর সৈয়দ মিজানুর ইসলাম, এলাকা সমন্বয়কারী হারুন অর রশিদ, শিশু সুরক্ষা কর্মকর্তা মাহফুজুর রহমান প্রমুখ।
সভায় ইউনিয়ন তথ্য কেন্দ্রে হারিয়ে যাওয়া শিশুদের তথ্য সংরক্ষণ, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ইউনিয়ন পর্যায় থেকে হারিয়ে যাওয়া ও পাচারের শিকার শিশুদের তথ্য সংগ্রহ, শিশু ও নারী পাচারের বিষয়ে পরিবহন শ্রমিকদের সচেতন করে তোলা এবং ইটভাটায় শিশু শ্রমিক ব্যবহারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। ---ডিনিউজ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়