Tuesday, September 17

যুদ্ধাপরাধের বিচারের রায় বাংলার মাটিতে কার্যকর হবেই

সিলেট : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, বিরোধীদলীয় নেত্রী যতই চেষ্টা করুক যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ হবে না,যুদ্ধাপরাধের বিচারের রায় বাংলার মাটিতে কার্যকর হবেই হবে।

আজ মঙ্গলবার বিকেলে সিলেটের প্রবাসী অধ্যুষিত গোলাপগঞ্জ উপজেলার এমসি একাডেমী মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেছেন, নৌকা কখনো ডোবে না। ডুবলেও আবার জেগে উঠে। নৌকা মার্কা জনগণের মার্কা। নৌকায় ভোট দিলে দেশের উন্নতি হয়। তাই আগামীতেও আওয়ামী লীগকে ভোট দেয়ার আহবান জানান প্রধানমন্ত্রী।

এর আগে হযরত শাহজালালের মাজার জিয়ারত শেষে হযরত শাহ পরানের মাজারে যান প্রধানমন্ত্রী। সেখানে ১৩টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

এদিকে, তার সফরকে কেন্দ্র করে সিলেট আওয়ামী লীগের পক্ষ থেকে প্রস্তুতি নেয়া হয়েছে। নগরজুড়ে রং-বেরঙের ব্যানার, ফেস্টুন শোভা পাচ্ছে। মোড়ে মোড়ে তোরণ নির্মাণ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়