Monday, September 30

গোবিন্দগঞ্জে ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক


গোবিন্দগঞ্জ (গাইবান্ধা): গাইবান্ধার গোবিন্দগঞ্জে চাল ভর্তি ট্রাকে বিপুল পরিমান ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর আড়াইটায় এস আই আনোয়ার হোসেন সংঙ্গীও ফোর্স নিয়ে গোবিন্দগঞ্জ-দিনাজপুর উপসড়কের থানার সামনে বিরামপুর থেকে ছেড়ে আসা একটি চাল ভর্তি ট্রাকে তল্লাশী চালিয়ে ৩৪১ বোতল ফেন্সিডিলসহ দিনাজপুর জেলা সদরের ইমাম বক্সের পুত্র আমিনুল ইসলাম(৪২), বাতেন আলীর পুত্র বাবলু মিয়া (৪৬) রানীপুর গ্রামের কাসেম আলীর পুত্র সোহরাব (৪৭) কে গ্রেফতার করে । এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার ওসি তদন্ত মেহেদী রাসেল জানান, চাল ভর্তি ট্রাকে ফেন্সিডিল আটকের ঘটনায় চোরা চালান আইনে মামলা দায়ের হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়