Thursday, September 19

ফুকুশিমার আরো ২ চুল্লি বন্ধ করতে প্রধানমন্ত্রী অ্যাবের নির্দেশ

ঢাকা : জাপানের ফুকুশিমা পরমাণু বিদ্যুত কেন্দ্রের আরো দু'টি চুল্লি বন্ধ করতে পরিচালনাকারী প্রতিষ্ঠান টোকিও ইলেক্ট্রিক পাওয়ার কোম্পানি বা টেপকোকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। তিনি বলেছেন, পরমাণু স্থাপনার ছিদ্র বন্ধের জন্য একটি সময়সীমাও বেধে দিতে হবে।

ফুকুশিমা পরমাণু বিদ্যুতকেন্দ্র পরিদর্শন শেষে অ্যাবে সাংবাদিকদের এ তথ্য জানান। টেপকোর প্রধান নাওমি হিরোসে জানিয়েছেন, ২০১৪ সালের শেষ নাগাদ এ ছিদ্র দিয়ে তেজস্ক্রিয় পানি পড়া বন্ধ করা যাবে তবে আরো এক ট্রিলিয়ন ইয়েন লাগবে। এরইমধ্যে পরমাণু কেন্দ্রটি মেরামতে এক ট্রিলিয়ন ইয়েন খরচ করা হয়েছে।

কয়েক সপ্তাহ আগে শিনজো অ্যাবে বিশ্বকে নিশ্চয়তা দিয়েছিলেন যে, ফুকুশিমা পরমাণু  বিদ্যুত কেন্দ্রের অবস্থা নিয়ন্ত্রণে রয়েছে। এর আগেই এ পরমাণু বিদ্যুত কেন্দ্রের চারটি চুল্লি বন্ধ করা হয়েছে। 

২০১১ সালের ১১ মার্চ সংঘটিত ভয়াবহ সুনামিতে ফুকুশিমা পরমাণু বিদ্যুত কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়। এখন বলা হচ্ছে- এ স্থাপনার আশাপাশে যে তেজস্ক্রিয়তা ছড়িয়েছে তা পুরোপুরি পরিষ্কার করতে অন্তত চার দশক সময় লাগবে।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়